অ্যাম্বাসেডর ব্রিজের অবরোধ প্রত্যাহার

|

যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম অ্যাম্বাসেডর ব্রিজের ওপর অবরোধ প্রত্যাহারে সক্ষম হলো কানাডিয়ান পুলিশ। সোমবার থেকে পুনরায় শুরু হতে পারে যান চলাচল। রয়টার্সের একটি খবরে জানানো হয়েছে এমন তথ্য। ভ্যাকসিন বিরোধী আন্দোলনকারীরা ছয় দিন যাবৎ অবরুদ্ধ করে রেখেছিল যুক্তরাষ্ট্র-কানাডার অন্যতম বাণিজ্যিক পথটি।


শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিক্ষোভকারীদের হটানোর নির্দেশ দেন আদালত। এরপরই শুরু হয় ব্যাপক ধরপাকড়। এখন পর্যন্ত আইন লঙ্ঘনের অভিযোগে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। রাস্তা অবরোধের অভিযোগে অর্ধ-শতাধিক যানবাহন মালিককে করা হয় জরিমানা।

প্রতিদিন দুদেশের মধ্যে ৩৬০ মিলিয়ন ডলারের পণ্যে পরিবহন হয় এই পথে। কানাডায় টিকাগ্রহণ বাধ্যতামূলক করার পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে সীমান্তে প্রবেশকারী ট্রাকচালকদের জন্য কোয়ারেনটাইন চালু করে সরকার। সেই বিধিমালায় সারাদেশে ছড়ায় ক্ষোভ।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply