জায়েদ খানের নিয়োগে স্থগিতাবস্থা বহাল, হাইকোর্টের রুল শুনানি আগামীকাল

|

জায়েদ খান।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের নিয়োগে স্থগিতাবস্থা বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে চেম্বার আদালতের আদেশ বহাল রাখলেন আপিল বিভাগ।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ (ভার্চুয়াল) এ আদেশ দেন।

আপিল বিভাগে নিপুনের পক্ষে শুনানি করেন রোকন উদ্দিন মাহমুদ। জায়েদ খানের পক্ষে শুনানি করেন আহসানুল করিম। আগামীকাল হাইকোর্টে জায়েদ খানের রিট আবেদনের রুল শুনানি রয়েছে, তাই আপিল বিভাগ নতুন করে কোনো আদেশ দেননি। আগামীকাল এ বিষয়ে শুনানি হবে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদের প্রার্থিতা বাতিল করা হয়েছে জায়েদ খানের। একইসাথে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে নিপুনকে। আপিল বোর্ডের এমন সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করেছেন জায়েদ খান।

গত ৭ ফেব্রুয়ারি তার আইনজীবী নাহিদ সুলতানা যুথি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া জায়েদ খানের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর ফলে তিনি হারিয়েছেন পদ।

শনিবার সন্ধ্যায় নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান এক সভা শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করেন। একই সঙ্গে নায়িকা নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়। গতকাল অনুষ্ঠিত হয়েছে তাদের শপথগ্রহণ। শপথ অনুষ্ঠানে মিশা-জায়েদ প্যানেলের বিজয়ী কেউ না এলেও উপস্থিত হয়েছেন মিশা সওদাগর। তিনি নতন কমিটিকে শপথ পাঠ করিয়েছেন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply