সারের দাম বৃদ্ধি অব্যাহত থাকলে সরকারের সঙ্কট বাড়বে: কৃষিমন্ত্রী

|

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

সারের দাম বৃদ্ধি অব্যাহত থাকলে সরকারের সঙ্কট বাড়বে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি।

মন্ত্রী বলেন, সারের দাম তিনগুণ বাড়ায় ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। তবে এখনই ভর্তুকি কমানো হবে না।

তিনি আরও বলেন, সরকারকে এক কেজি ইউরিয়াতে ৮২ টাকা ভর্তুকি দিচ্ছে। এভাবে ভর্তুকি দিলে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। ইউরিয়া বেশি ব্যবহারে খাদ্যের মান ও ফলন কম হয়। তাই কৃষকরা যেন ইউরিয়া কম ব্যবহার করে তার জন্যে ব্যবস্থা নিচ্ছে সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply