নড়াইলে মাদক মামলায় নারী মাদক ব্যবসায়ী অহিদা বেগম টিয়া (৪০) কে আমৃত্যূ কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ে মামলার অপর দুই পলাতক আসামিসহ চার জনকে খালাস প্রদান করেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালে ১৩ অক্টোবর নড়াইল সদরের যশোর-নড়াইল সড়কের সিতারামপুরস্থ কবীর খানের মৎস খামারের উত্তর পাশে যানবাহন তল্লাশিকালে যশোর থেকে আগত একটি সাদা রঙের প্রাইভেট কারের (ঢাকা মেট্রো খ-১১-৬২৫৫) চালকসহ চারজন যাত্রীকে আটক করা হয়। এ সময় অহিদা বেগম টিয়ার পরিহিত সালোয়ারের সামনে বিশেষ কায়দায় দশটি স্বচ্ছ পলিথিনের মধ্যে মোড়ানো ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় নড়াইল সদর থানায় পাঁচজনকে আসামি করে মামলা হয়।
/এসএইচ
Leave a reply