Site icon Jamuna Television

দিনাজপুরে আদালত চত্বর থেকে পালানো আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর

লুৎফরের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত

দিনাজপুর প্রতিনিধি:

আদালত চত্বর থেকে হত্যা, ডাকাতি, চুরি ও ছিনতাইসহ ৬টি মামলার পালিয়ে যাওয়া আসামি লুৎফরের দুইদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে দিনাজপুর চিফ জুডিশিয়াল আদালত।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুরের আমলি আদালত-১ (সদর) এ লুৎফরকে হাজির করা হয়। পালানোর সময় আরও কোনো সহযোগী ছিল কিনা তা জানার জন্য প্রথমে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর আহমেদ জানান, গত ১০ ফেব্রুয়ারি আদালতে তোলার সময় লুৎফর রহমান সুকৌশলে হ্যান্ডকাফ খুলে পালিয়ে যায়। পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতারের অভিযান শুরু করে। গত রোববার (১৩ ফেব্রুয়ারি) তাকে ঢাকার গাজিপুরের কালিয়াকৈর এলাকা থেকে গ্রেফতার করে দিনাজপুরে আনা হয়। সোমবার তাকে আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর চলমান ৬টি মামলায় লুৎফরকে আটক করে আদালতে সোপর্দ করা হলে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছিল।

/এসএইচ

Exit mobile version