পাঁচ ভেন্যুতে হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফুটবল

|

ছবি: সংগৃহীত

চতুর্থ রাউন্ড থেকে পাঁচ ভেন্যুতে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচ। ভেন্যু হিসেবে এই আসর দিয়েই অভিষেক হবে বসুন্ধরা কমপ্লেক্সের। এছাড়া, এই রাউন্ডে খেলা হবে না কুমিল্লা স্টেডিয়ামে।

নানা আলোচনা সমালোচনায় মাত্র ২টি ভেন্যু নিয়ে মাঠে গড়িয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। তাতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিল টঙ্গির শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুশীলন করা আর্চাররা। কিন্তু সেখান থেকে সরে এসে চতুর্থ রাউন্ড থেকে বিপিএল গড়াবে পাঁচ ভেন্যুতে।

আগামী ১৭ ফেব্রুয়ারি কিংস অ্যারেনায় প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট জেলা স্টেডিয়ামে লড়বে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

আরও পড়ুন: শেষ মুহূর্তের গোলে হার এড়ালো বার্সা


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply