কাশ্মিরে মন্দিরের দায়িত্ব সামলাচ্ছেন মুসলিম বাবা-ছেলে!

|

ছবি: সংগৃহীত

কাশ্মিরের শ্রীনগরের জবরওয়ান এলাকার গোপী তীর্থ মন্দির। গত ৬ বছর ধরে মন্দিরটি চলছে আহমেদ আলি ও নিসার আহমেদের তত্ত্বাবধানে। বৃদ্ধ বাবা আর ছেলে মিলে যত্ন করে হিন্দুদের এই মন্দিরটি রক্ষা করে চলেছেন। আর তাদের অনেক স্থানীয় বাসিন্দাই এগিয়ে এসেছেন মন্দিরের কাজে। স্থানীয়দের বিশ্বাস, শিব মন্দিরটি গড়ে উঠেছে কাশ্মিরের ভ্রাতৃত্বের চিহ্ন হিসেবে। খবর সংবাদ প্রতিদিনের।

প্রতিদিন সকালে বৃদ্ধ আহমেদ আলি তার ছেলে নিসারকে সঙ্গে নিয়ে চলে যান গোপী তীর্থ মন্দিরে। মন্দির চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করে পুজার জন্য প্রস্তুত করে দেন।

জবরওয়ানের বাসিন্দা ফিরদৌস বলেন, বৃদ্ধ আহমেদ আলি ও তার ছেলে বহুদিন ধরে এই মন্দিরের কেয়ারটেকার হিসেবে কাজ করে চলেছেন। এটা আসলে কাশ্মিরবাসীর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনের প্রতীক, আর তার দেখভাল করা আমাদের নৈতিক কর্তব্য।

আরেক বাসিন্দা উমরের কথায়, কাশ্মিরে এমন অনেক হিন্দু মন্দিরই আছে, যার দেখভাল করেন মুসলিম বাসিন্দারা। এটাই উপত্যকার আসল ছবি।

কখনও যদি আহমেদ আলি ও নিসার মন্দিরটির দেখভাল করতে না পারেন, তাহলে এলাকার অন্যরা মন্দিরের দায়িত্ব নেন। এই ছবি হয়ত নতুন নয়। কিন্তু সাম্প্রতিক সময়ে যেখানে ইসলাম ধর্মাবলম্বীদের পোশাক নিয়ে বিতর্ক শুরু হয়েছে, সেখানে আহমেদ পিতা-পুত্রের কাহিনি সম্প্রীতির প্রকৃত ছবি হয়েই উঠে আসে। দেখায় আশার আলো।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply