আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ২৫৭ জনের জানাজা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন, প্রেসিডেন্ট আব্দেলআজিজ বৌতেফ্লিকা।
দেশটির এভিয়েশন ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক এ দুর্ঘটনায় বৃহস্পতিবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় পুরো দেশে। নিহতদের স্মরণে এবং শোকসন্তপ্ত সদস্যদের পাশে থাকতে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি।
বুধবার, রাজধানী আলজিয়ার্সের অদূরে বৌফারিক বিমানঘাঁটিতে ঘটে এ দুর্ঘটনা। রওনা দেয়ার পরপরই মাটিতে আছড়ে পড়ে, রাশিয়ার নির্মিত ইলিউশিন টু-সেভেন্টি সিক্স সামরিক বিমানটি। তাৎক্ষণিক তদন্ত শুরু হলেও ঘটনার দু’দিন পরও জানা যায়নি দুর্ঘটনার কারণ। আরোহীদের সবাই ছিলেন সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবার। আইন নাদজা শহরে সেনাবাহিনীর কেন্দ্রীয় হাসপাতালে পরিচয় শনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয় নিহতদের মরদেহ।
Leave a reply