সংখ্যালঘুদের সম্পত্তি দখলে জড়িত নন জায়েদ খান, মানববন্ধনে স্থানীয়দের দাবি

|

চলচ্চিত্র সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখলের অভিযোগের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন করেছে স্থানীয়রা। মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবি, সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখলের ঘটনায় জায়েদ খান কোনোভাবেই জড়িত নন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের টাউন ক্লাব সড়কে কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও সাধারণ মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, যে সম্পত্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে, তা জায়েদ খানের ভাইয়ের কেনা। এসময় তারা অভিযোগ করেন, শিল্পী সমিতির নির্বাচনে বিরোধের জেরধরে নিপুনসহ একটি চক্র ষড়যন্ত্র করছে। তাদের প্ররোচনায় সংখ্যালঘু পরিবারটি ঢাকায় গিয়ে সংবাদ সম্মেলন করে বলে অভিযোগ করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply