একের পর এক খোড়া হচ্ছে খনি, তবু ভোলাবাসীই পাচ্ছে না গ্যাস

|

ভোলার গ্যাস ভোলায় চাই ঘরে ঘরে গ্যাস চাই, এই শ্লোগানে মানববন্ধন করেছে ভোলায় ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটি।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় ভোলা খেয়াঘাট সড়কে সুন্দরবন গ্যাস কোম্পানির কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ভোলায় পর্যাপ্ত গ্যাস মজুদ রয়েছে। এরপর এক এক করে খনন করা হচ্ছে নতুন নতুন কূপ। এত গ্যাস মজুদ থাকার শর্তেও ভোলাবাসী জ্বালানি হিসেবে গ্যাস ব্যবহার করা থেকে বঞ্চিত হচ্ছে।

এর মধ্যে আবার শোনা যাচ্ছে ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যোগ করা হবে। কিন্তু তাদের দাবি একটাই, ভোলার গ্যাস আগে ভোলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়ে তারপর এই গ্যাস অন্য জায়গায় ব্যবহার করা হোক। তারা বলেন, প্রতিটি ঘরে গ্যাস দেয়ার জন্য গ্রাহকদের কাছ থেকে বছর দুয়েক আগেই সুন্দরবন গ্যাস কোম্পানি ও পৌরসভা প্রায় শত কোটি টাকা জমা নিয়েছে। অথচ এত টাকা তাদের কাছে গচ্ছিত থাকার পরও দুই বছরের বেশি সময় ধরে গ্রাহকরা গ্যাস পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে।

তাই অনতিবিলম্বে ভোলাবাসীকে গ্যাস সরবরাহ করার জোর দাবি জানান তারা। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ সময় তাদের দাবির মুখে আটকা পড়েন সুন্দরবন গ্যাস কোম্পানির জিএম প্রদিব রঞ্জন কুন্ডু।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply