প্রতিপক্ষ ফুটবলারকে লাল কার্ড থেকে বাঁচালেন লুইস!

|

ছবি: সংগৃহীত

মেক্সিকান লিগে প্রতিপক্ষের ফুটবলারকে লাল কার্ড থেকে বাঁচিয়ে দিয়ে ফেয়ার প্লের এক অনুপম দৃষ্টান্ত তৈরি করলেন পুমাসের ফুটবলার লুইস মন্তেস।

লিগের খেলায় ১৩ ফেব্রুয়ারি ঘরের মাঠে লিওর মুখোমুখি হয়েছিল পুমাস। ২-১ গোলে এগিয়ে থাকা পুমাসের জয় যখন অনেকটাই নিশ্চিত, ঠিক সেই সময় ম্যাচের ৮৯ মিনিটে স্বাগতিকদের ফুটবলার ওয়াশিংটন কোরোজোর সাথে ধাক্কা লাগে লিওর লুইস মন্তেসের। রেফারি সাথে সাথেই পুমাসের ওয়াশিংটন কোরোজোকে লাল কার্ড দেখায়।

কিন্তু বাধ সাধেন ফাউলের শিকার হওয়া লুইস মন্তেস। রেফারিকে তিনি ফাউলের ধরন বুঝিয়ে বলেন যে, আঘাতটা তার মুখে লাগেনি, লেগেছে হাতে। মূলত মুখে আঘাত লেগেছে, এমনটা ভেবেই কোরোজোকে লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি। তারপর সেই সিদ্ধান্ত থেকে সরে কোরোজোকে হলুদ কার্ড দেখান রেফারি। যদিও ম্যাচ শেষে হার নিয়ে ফিরতে হয়েছিল লুইসের লিওকে।

আরও পড়ুন: ব্রাজিল-আর্জেন্টিনার স্থগিত ম্যাচ পুনরায় খেলার নির্দেশ ফিফার


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply