১৩ ছাত্রীকে ধর্ষণের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড পেলেন ইন্দোনেশিয়ার এক শিক্ষক। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ঐতিহাসিক এ রায় শোনান দেশটির আদালত। খবর চ্যানেল নিউজ এশিয়ার।
গেলো বছর মে মাসে সর্বসম্মুখে আসে ঘটনাটি। জানা যায়, ১১ থেকে ১৬ বছরের কিশোরীরা ছিলেন হ্যারি ভিরাওয়ানের শিকার। বানদুং প্রদেশে ছিল তার ইসলামিক বোর্ডিং স্কুল। সেখানে ভর্তির পরই শিক্ষার্থীদের মোবাইল ফোন কেড়ে নেয়া হয়। বছরে একবার দেয়া হতো বাড়ি যাবার সুযোগ। এভাবেই ২০১৬ সাল থেকে কিশোরীদের ধর্ষণ করে ভিরাওয়ান। তাতে আট কিশোরী গর্ভবতী হয়ে পড়েন; জন্ম দেন ৯ শিশুর।
আইনজীবীরা ৩৬ বছর বয়সী শিক্ষকের মৃত্যুদণ্ডের দাবি জানান। একইসাথে দেন রাসায়নিক প্রয়োগের মাধ্যমে খোজা করে দেয়ার প্রস্তাব। কিন্তু সেসব নাকচ করে ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড শোনান আদালত।
Leave a reply