মিয়ানমারের সেনাদের যুদ্ধাপরাধে কারেন রাজ্যে নিহত ৬১

|

ছবি: সংগৃহীত

মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে মিললো কারেন রাজ্যে ‘যুদ্ধাপরাধ’ চালানোর প্রমাণ। যাতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬১ জন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এ প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার গ্রুপ ফোর্টিফাই রাইটস।

ফোর্টিফাই রাইটস জানায়, সেখানকার মানুষদের ওপর সেনা নিপীড়নের প্রমাণ মিলেছে। একইসাথে মানবঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে বেসামরিকদের। প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের মে মাস থেকে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত রাজ্যটির গির্জা, বসতভিটা এবং আশ্রয় কেন্দ্রগুলোয় হামলা চালিয়েছে জান্তা। জ্বালিয়ে দিয়েছে গ্রামের পর গ্রাম।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান সম্মেলনের আগেই রিপোর্টটি প্রকাশ করলো মানবাধিকার সংগঠন। তাদের দাবি, ঘৃণ্যতম অপরাধের জন্য মিয়ানমার সেনাবাহিনীর ওপর দেয়া হোক অস্ত্র নিষেধাজ্ঞা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply