কানাডায় স্প্যানিশ নৌকাডুবি, নিহত কমপক্ষে ১০

|

ছবি: সংগৃহীত

কানাডার সমুদ্র উপকূলে স্প্যানিশ একটি নৌকাডুবির ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ১০ জন। এখনও নিখোঁজ রয়েছেন ১১ আরোহী। খবর এনডিটিভির।

একটি বয়া থেকে ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সবাই মাছ ধরার জন্য ব্যবহৃত ট্রলারটির নাবিক। প্রচণ্ড ঠান্ডায় মৃত্যুর সাথে লড়ছিলেন তারা। হেলিকপ্টারের মাধ্যমে তাদের হাসপাতালে নেয়া হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈরি আবহাওয়া এবং যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়ে নৌযানটি। তাতে ছিলেন ২৪ জন আরোহী। যাদের ১৬ জনই স্প্যানিশ নাগরিক। বাকিরা পেরু ও ঘানার বাসিন্দা।

কানাডা কর্তৃপক্ষ জানায়, ভূখণ্ড থেকে সাড়ে ৪শ’ কিলোমিটার দূর থেকে সহযোগিতার দুটি বার্তা পায় তারা। এরপরই চালানো হয় উদ্ধার অভিযান। নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি। তবে বৈরী আবহাওয়ায় আর কাউকে জীবিত পাওয়ার সম্ভাবনা ছেঁড়ে দিয়েছেন উদ্ধারকর্মীরা।
আরও পড়ুন: মিয়ানমারের সেনাদের যুদ্ধাপরাধে কারেন রাজ্যে নিহত ৬১
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply