সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষকৃত্য আজ

|

সন্ধ্যা মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত

ভারতের প্রখ্যাত সংগীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষকৃত্য হবে আজ (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায়। বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের জন্য এই প্রবাদপ্রতিম শিল্পীর মরদেহ রাখা হবে রবীন্দ্র সদনে।

আজ বিকেলে দক্ষিণ কলকাতার ক্যাওড়াতলা মহাশ্মশানে রাজ্য সরকারের তত্ত্বাবধানে পূর্ণ মর্যাদায় কিংবদন্তি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হবে। এরইমধ্যে, সব কাজ এবং নিরাপত্তার বিষয়গুলো সম্পন্ন করেছে কলকাতা পুলিশ। শেষকৃত্যের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি। তিনি কোচবিহারে নিজের সফরসূচি কাটছাঁট করে ফিরছেন কলকাতায়।

সন্ধ্যা মুখোপাধ্যায় হাসপাতালে ভর্তির দু’দিন আগেও রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রী প্রত্যাখ্যান করেছিলেন। ১৯৩১ সালে জন্ম নেয়া এই শিল্পী মাত্র ১৪ বছর বয়সে প্রথম গান রেকর্ড করেন। এরপর দীর্ঘ ৭৫ বছর সঙ্গীতের সাথেই ছিলেন তিনি। ১৯৭১ সালে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে ভারতের জাতীয় পুরস্কার পান সন্ধ্যা মুখোপাধ্যায়। ২০১১ সালে তাকে বঙ্গভূষণ উপাধিতে ভূষিত করে পশ্চিমবঙ্গ সরকার।

আরও পড়ুন: সন্ধ্যা মুখোপাধ্যায় আর নেই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply