‘চলতি মাসে খুলে দেয়া হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান, মানতে হবে স্বাস্থ্যবিধি’

|

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি।

চলতি মাসেই খুলে দেয়া হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। তবে সেক্ষেত্রে কঠোরভাবে মানতে হবে করোনা স্বাস্থ্যবিধি। চাঁদপুরে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, আশা করছি চলতি মাসেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো, তবে স্বাস্থ্যবিধি মানতে হবে।

গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আজকে জাতীয় পরামর্শক কমিটির সাথে সভা আছে। সভায় আলোচনা শেষে নিশ্চয়ই একটা সিদ্ধান্ত নিতে পারবো। আশা করছি, খুব দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে পারবো।

এর আগে, গত শনিবারও (১২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ আর বাড়ানো হবে না। পরিস্থিতি অনুযায়ী পরামর্শ কমিটির সাথে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছিলেন ডা. দীপু মনি।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান গত ২১ জানুয়ারি থেকে বন্ধ আছে। এই ছুটি চলবে ২১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত। এর আগে একই কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠান ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১১ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ছিল। এরপর ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুললে সীমিত আকারে শ্রেণি শিক্ষা কার্যক্রম চালু হয়। এই সময়ের মধ্যে ২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা বিষয় ও সময় কমিয়ে অনুষ্ঠিত হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply