একদিনের বৃষ্টিপাতে ব্রাজিলে ব্যাপক বন্যা-ভূমিধস, নিহত অন্তত ১৮

|

ছবি: সংগৃহীত।

ব্রাজিলের জনপ্রিয় পর্যটন শহর পেট্রোপলিসে একদিনের বৃষ্টিপাতে ব্যাপক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে শহরে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে উদ্ধারকারী দল। খবর আল জাজিরার।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানী রিওডি জেনিরোর নিকটবর্তী এ শহরে ব্যাপক বৃষ্টিপাত হয়। ছয় ঘণ্টারও কম সময়ের মধ্যে শহরটির কিছু এলাকায় ২৬০ মিলিমিটার পানি জমে গেছে। বসতবাড়ি ও দোকানপাট এরই মধ্যে তলিয়ে গেছে পানির নিচে। শহরের সব রাস্তাঘাট ডুবে গেছে। পাহাড়ি এ শহরে মাত্র কয়েকঘণ্টার ভূমিধসে নিখোঁজের সংখ্যাও অনেক। হতাহতদের উদ্ধারে কাজ করছে মোট ১৮০ জন উদ্ধারকারীর একটি দল।

আরও পড়ুন: উত্তেজনার মধ্যেই ইউক্রেনে সাইবার হামলা, অচল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটও

দেশটির আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে বলা হয়েছে, কয়েকদিনের মধ্যে আর এ ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার শঙ্কা না থাকলেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

এদিকে, ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো বর্তমানে আছেন রাশিয়া সফরে। সেখান থেকে টুইটার বার্তায় এই পরিস্থিতি সম্পর্কে তিনি অবগত আছেন বলে জানিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তায় অবিলম্বে ব্যবস্থা নিতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply