এক ঘণ্টা এগিয়ে আনা হলো বিপিএল ফাইনালের সময়

|

ছবি: সংগৃহীত

এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচের সময়। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১৮ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৬টা ৩০ মিনিটের বদলে ৫টা ৩০ মিনিটে মাঠে গড়াবে ফাইনালের ম্যাচ। প্রথম কোয়ালিফায়ার জিতে সবার আগেই ফাইনালে পৌঁছে গেছে ফরচুন বরিশাল। দ্বিতীয় কোয়ালিফায়ারের বিজয়ী দল ফাইনালে লড়বে বরিশালের বিপক্ষে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩০ মিনিটে ফাইনালে যাওয়ার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এর আগে, একমাত্র এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্সকে ৭ রানে হারিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অন্যদিকে, কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১০ রানে হারিয়ে বিপিএলের ফাইনালে পৌঁছে গেছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।

আরও পড়ুন: মোস্তাফিজ কি সুযোগ পাবেন দিল্লির একাদশে?


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply