ইসির জন্য ডা. জাফরুল্লাহর মাধ্যমে নাম প্রস্তাব করেছে বিএনপি: হানিফ

|

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। ফাইল ছবি।

দলীয়ভাবে নয়, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর মাধ্যমে বিএনপি নির্বাচন কমিশনারদের (ইসি) নাম প্রস্তাব করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

এ সময় হানিফ বলেন, বিএনপি বলেছে তারা সার্চ কমিটিতে নাম দেবে না। ডা. জাফরুল্লাহ চৌধুরী সাহেব কার? আমরা তো জানতাম উনি খালেদা জিয়ার উপদেষ্টা। তিনি যদি নাম দেন, সেই নামটা বিএনপির পক্ষ থেকে দেয়া হয় না? ডা. জাফরুল্লাহ যে নাম দিয়েছেন, সেটা কি বিএনপির নাম নয়? আমরা তো সেটা বলতে পারি।

ইসি গঠনে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করা নামের প্রস্তাবকে বিএনপির ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলেও মন্তব্য করেছেন হানিফ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply