সর্বস্তরের মানুষের ভালোবাসায় সন্ধ্যা মুখোপাধ্যায়কে শেষ বিদায়

|

সর্বস্তরের মানুষের ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো ভারতের প্রখ্যাত সংগীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়কে।

রবীন্দ্র সদনে তার মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি। এ সময় উপস্থিত ছিলেন রাজ্যের অন্যান্য মন্ত্রী ও প্রশাসনের কর্মকর্তারাও। এর আগে শ্রদ্ধা জানান বর্ষীয়ান রাজনীতিবিদ বিমান ঘোষসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

প্রখ্যাত এ সংগীতজ্ঞকে শেষ শ্রদ্ধা জানান বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসান। স্থানীয় সময় সন্ধ্যায় কলকাতার ক্যাওড়াতলা মহাশশ্মানে তার শেষকৃত্য শুরু হয়। সন্ধ্যা মুখোপাধ্যায় হাসপাতালে ভর্তির দু’দিন আগেও রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মশ্রী’ প্রত্যাখ্যান করেছিলেন।

প্রসঙ্গত, ১৯৩১ সালে জন্ম নেয়া এই শিল্পী, মাত্র ১৪ বছর বয়সে প্রথম গান রেকর্ড করেন। এরপর সঙ্গীতের সাথেই ছিলেন দীর্ঘ ৭৫ বছর। ১৯৭১ সালে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে ভারতের জাতীয় পুরস্কার পান। ২০১১ সালে তাকে বঙ্গভূষণ উপাধিতে ভূষিত করে পশ্চিমবঙ্গ সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply