ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে চৈত্র সংক্রান্তি উৎসব। শুক্রবার সকাল থেকে জেলার ৬টি উপজেলার বিভিন্ন স্থানে পূজা পার্বনের মধ্য দিয়ে উৎসব চলছে।
পুরানো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে বছরের শেষ দিনে সনাতন ধর্মাবলম্বীরা আয়োজন করে এ উৎসবের। একখণ্ড পাটবান মাথায় নিয়ে পূজারিরা গ্রামের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। পরে নেচে গেয়ে শিবের আরাধনা করে।
পুজারীরা জানান, সূর্যের তেজ প্রশমণ ও বৃষ্টি লাভের আশায় কৃষিজীবী সমাজ বহু অতীতে চৈত্র সংক্রান্তি উৎসবের উদ্ভাবন করেছিল। পূজারিরা শিব ও গৌরী সেজে দুজন নৃত্য করে। তাদের সাথে অন্যরা গণ, প্রেত, নন্দী, ভৃঙ্গি সেজে নাচ করে। এসময় গাওয়া হয় শিবের আরাধনামূলক ভক্তি গান। যার মাধ্যমে থাকে শিবের নিদ্রাভঙ্গ, বিয়ে ও গৃহস্থ জীবনের আলোকপাত।
এদিকে চৈত্র সংক্রান্তি উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে বসেছে গ্রামীন মেলা।
Leave a reply