খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, ২ ডোজ টিকা দেয়া থাকলেই সশরীরে ক্লাস

|

ফাইল ছবি।

করোনার কারণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২২ ফেব্রুয়ারি থেকে আবারও খুলে দেয়ার পরামর্শ দিয়েছে করোনা বিষয়ক জাতীয় কারিগরি কমিটি। বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠকের পর এমন সিদ্ধান্তের কথা জানান কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা।

অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা বলেন, বর্তমানে দেশে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এমন অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে ও শিক্ষার্থীদের ২ ডোজ টিকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া যেতে পারে।

কারিগরি কমিটির বৈঠকে জানানো হয়েছে, ১২ বছরের ঊর্ধ্বে যেসব শিক্ষার্থী ২ ডোজ করোনার টিকা নিয়েছে তারা সশরীরে ক্লাস করতে পারবে। তবে বৈঠকে ১২ বছরের নিচে যাদের বয়স তাদের ক্লাসের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এর আগে বুধবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী জানান, চলতি মাসেই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান গত ২১ জানুয়ারি থেকে বন্ধ আছে। এই ছুটি চলবে ২১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত। এর আগে একই কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠান ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১১ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ছিল। এরপর ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুললে সীমিত আকারে শ্রেণি শিক্ষা কার্যক্রম চালু হয়। এই সময়ের মধ্যে ২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা বিষয় ও সময় কমিয়ে অনুষ্ঠিত হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply