ব্রাজিলে ভয়াবহ ভূমিধসে প্রাণহানি বেড়ে ৯৪

|

ছবি: সংগৃহীত

ব্রাজিলে ভয়াবহ ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়ালো কমপক্ষে ৯৪ জনে। এখনও নিখোঁজ রয়েছে অনেকে। বুধবারের ধসে বিধ্বস্ত নগরীতে পরিণত হয়েছে পেট্রোপলিস। খবর বিবিসির।

দেশটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এ পর্যন্ত ২৪ জনকে জীবিত উদ্ধারের কথা জানিয়েছে দেশটির প্রশাসন। নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।

রিও ডি জেনিরো থেকে উত্তরের পাহাড়ি শহরটি গত কয়েকদিন ধরেই ছিল টানা বৃষ্টির কবলে। পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর। ভূমধসের পর কাদামাটির পুরু আস্তরের নিচে চাপা পড়ে আছে গোটা শহর। বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে কয়েকশ’ মানুষ।

উল্লেখ্য, ব্রাজিলে পর্যটকদের অন্যতম আকর্ষণ পেট্রোপলিস। তবে ভূমিধস প্রবণ এলাকা হিসেবেই চিহ্নিত শহরটি। ২০১১ সালে ভূমিধসে অঞ্চলটিতে ৯ শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply