যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পেট্রলবাহী একটি ট্যাংকার বিস্ফোরণের পর ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুন। বুধবার লং আইল্যান্ডে হয় এ দুর্ঘটনা। খবর এবিসি নিউজের।
কর্তৃপক্ষ জানায়, মধ্যরাতের দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভবনের সাথে ধাক্কা খায় ট্যাংকারটি। তারপর মুহূর্তেই বিস্ফোরিত হয় ট্যাংকারটি। কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারদিক। ৩০ মাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে প্রায় ১৩ হাজার গ্যালন পেট্রল।
খবর পেয়ে খুব দ্রুতই উপস্থিত হয় ফায়ার সার্ভিস। দমকল কর্মীরা ১০ ঘণ্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ট্রাকচালক ও ফায়ার সার্ভিসের তিন কর্মী দগ্ধ হয়েছেন। এ ঘটনায় দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল ওই এলাকার কয়েকটি ভবন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চলছে তদন্ত।
রকভিল সেন্টারের ফায়ার চিপ জেমস অ্যাভনডেট জানান, আমি যখন এখানে আসি, তখন রাস্তা, ট্যাংকার, দুটি বিল্ডিংসহ সর্বত্র আগুন ছিল। আর যখন আমি সানরাইজ হাইওয়ের দিকে তাকালাম, তখন সাত বা আটটি ম্যানহোলের কভার থেকে আগুন বের হচ্ছিল।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বাড়ছে ছিন্নমূল মানুষের সংখ্যা
ইউএইচ/
Leave a reply