চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনে সালসবুর্গের বিপক্ষে হারের শঙ্কা এড়িয়ে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে রেডবুল অ্যারেনায় প্রথম লেগের খেলায় শক্তিতে পিছিয়ে থেকেও জয়ের আশা বাঁচিয়ে রাখে অস্ট্রিয়ার ক্লাবটি। ম্যাচের ২১ মিনিটের মাথায় সালসবুর্গকে লিড এনে দেন চুকুবুকে আদামু। তার বাকানো শটে পরাস্ত হন বায়ার্নর গোলরক্ষক সভেন উলরিখ। আদামুর এই গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে সালসবুর্গ।
বিরতির পর খেলায় সমতা আনতে মরিয়া হয়ে ওঠে শক্তিশালী বায়ার্ন। লেভানদোভস্কি, সানে, কোম্যান, নাব্রিরা কিছুতেই ডেডলক ভাঙতে পারছিলেন না বলে হারের শঙ্কা চেপে বসেছিল বাভারিয়ানদের কাঁধে। অবশেষে ম্যাচের অন্তিম সময় বায়ার্নের হয়ে গোলের দেখা পান কিংসলে কোম্যান। ৯০ মিনিটে করা তার এই গোলে নিশ্চিত হয় জার্মান জায়ান্টদের ড্র। আগামী ৮ মার্চ বায়ার্নের মাঠে ফিরতি লেগে আবারও মুখোমুখি হবে দল দুটি।
আরও পড়ুন: ফিরমিনো-সালাহর গোলে ইন্টার মিলানকে হারালো লিভারপুল
Leave a reply