Site icon Jamuna Television

‘ড্রোন ও মিসাইল তৈরির সক্ষমতা আছে হিজবুল্লাহর’

হিজবুল্লাহ প্রধান হাসান নাসারাল্লাহ। ছবি: সংগৃহীত

ড্রোন ও মিসাইল তৈরির সক্ষমতা আছে হিজবুল্লাহর। এমনটাই দাবি করেন গোষ্ঠীটির নেতা হাসান নাসারাল্লাহ।

গত বুধবার (১৬ ফেব্রুয়ারি) টেলিভিশনে দেয়া ভাষণে হিজবুল্লাহর নেতা হাসান নাসারাল্লাহ ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি দিয়ে ইরানের সহায়তায় নিজেদের সামরিক ব্যবস্থা উন্নয়নের কথাও জানিয়েছেন।

হিজবুল্লাহ প্রধান হাসান নাসারাল্লাহ বলেন, ইসরায়েলের আগ্রাসন প্রকৃত অর্থে আমাদের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সাহায্যই করেছে। এখন আমরা রকেটগুলো মিসাইলে পরিণত করতে পারছি। ইরানি ভাইদের সহায়তায় নিজেরাই রকেট আর ড্রোন তৈরি করছি। কেউ কিনতে চাইলে অর্ডার করতে পারেন।

আরও পড়ুন: নিউইয়র্কে পেট্রলবাহী ট্যাংকার বিস্ফোরণ

Exit mobile version