মার্কিন অনুদান বিরোধী আন্দোলনে উত্তাল নেপাল

|

ছবি: সংগৃহীত

মার্কিন অনুদান বিরোধী আন্দোলনে উত্তাল হিমালয় কন্যা নেপাল। বুধবার পুলিশের সাথে বিক্ষোভকারীদের হয় দফায়-দফায় সংঘাত।

বামপন্থী রাজনৈতিক দলগুলোর ডাকে বুধবার কাঠমান্ডুতে পালিত হয় সাধারণ ধর্মঘট। এদিন বন্ধ ছিল স্কুল এবং যান চলাচল। বিভিন্ন সড়কে যানবাহনে অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। কমপক্ষে ৩ হাজার মানুষ পার্লামেন্ট ভবন ঘেরাও করে। তখন টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে নিরাপত্তা বাহিনী। অনেকে ধরপাকড়ের শিকার হন।

২০১৭ সালে দেশটির বিদ্যুৎ সরবরাহ লাইন এবং সড়ক সংস্কার প্রকল্পে ৫০ কোটি ডলার অনুদানের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। তহবিল অনুমোদনে বেশ কয়েকবার পার্লামেন্টে তোলা হয় প্রস্তাব। কিন্তু বামপন্থীদের অভিযোগ- অগ্রহণযোগ্য শর্তের বিনিময়ে দেয়া হবে অনুদান। যা নেপালের আইন এবং সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর।
আরও পড়ুন: আফগানদের অর্থ নিয়ে ডাকাতের মতো আচরণ করছে আমেরিকা: চীন
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply