মিয়ানমারের জেনারেলদের আমন্ত্রণ না জানানোয় জান্তা শাসিত দেশটি জানায়, তারা আসিয়ান বার্ষিক সম্মেলনে উপস্থিত থাকবে। তবুও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ‘আসিয়ানের’ বার্ষিক সম্মেলনের আলোচনাজুড়ে ছিল মিয়ানমার সংকট।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) কম্বোডিয়ার রাজধানী নম পেনে বসেন আঞ্চলিক নেতারা।
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের এক বছর পেরিয়ে যাওয়ার পরও দেশটিতে কোনো সমাধান না আসায় উদ্বিগ্নতা প্রকাশ করেছে জোট সদস্যরা। এই সম্মেলনে অংশ নিতে দেয়া হয়নি দেশটির কোনো জেনারেলকে।
সদস্য দেশগুলো অভিযোগ জানায়, দেশে অভ্যুত্থানের মাধ্যমে জোটের নীতিমালা লঙ্ঘন করেছে মিয়ানমার সেনাবাহিনী। সে কারণেই, বিশ্বমঞ্চে কথা বলার অধিকার হারিয়েছে তারা। বর্তমানে, ১০ সদস্যের জোটটির মহাসচিব কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন।
আরও পড়ুন: ইসরায়েল প্রতিষ্ঠা বিশ শতকের শ্রেষ্ঠ রাজনৈতিক অর্জন: ন্যান্সি পেলোসি
Leave a reply