Site icon Jamuna Television

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মা-মেয়ের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

নওগাঁর রাণীনগর রেল স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মা এবং মেয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রেলস্টেশনের পাশে উত্তর পাশে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সাথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বগুড়ার আদমদীঘি উপজেলার প্রান্নাথপুর গ্রামের নাঈম হোসেনের স্ত্রী ময়নুম বিবি (২৩) ও তার মেয়ে ৫ বছর শিশু সন্তান নুরজাহান আক্তার।

রাণীনগর রেলওয়ে স্টেশন মাস্টার আতাউল হক খান বলেন, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিউল আযম জানান, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, স্থানীয়দের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি, পারিবারিক কলহের জের ধরে মা ময়নুম বেগম তার মেয়ে নুরজাহানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তারা। তবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

Exit mobile version