যে কারণে বিপিএলের ট্রফি ফটোসেশনে আসেননি সাকিব

|

ছবি: সংগৃহীত

বিপিএলের অষ্টম আসরের শিরোপা জয়ের শেষ লড়াইয়ে আগামীকাল মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। কাগজ কলমের শক্তিমত্তায় দুই দল সমানে সমান। তবে এই আসরের ৩ দেখায় দুই জয় তুলে কিছুটা ফেভারিট সাকিবের বরিশাল। মিরপুরের হোম অব ক্রিকেটে গ্র্যান্ড ফিনালে শুরু হবে বিকাল সাড়ে ৫টায়।

বিপিএল ট্রফি ফটোসেশনে কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েসের সঙ্গে থাকার কথা ছিল বরিশাল দলপতি সাকিব আল হাসানের। কিন্তু হঠাৎ করে পেটের পীড়ায় আক্রান্ত হওয়ার সাকিব ফাইনালের আগের দিন অনুশীলনে আসতে পারেনি। তাইতো তার পরিবর্তে ট্রফি হাতে ফটোসেশনে দলের সহ অধিনায়ক নুরুল হাসান সোহান।

সাকিব মাঠে না এলেও সকালে হোটেলে জিম করেছেন। তাইতো ফাইনালে অধিনায়কের সার্ভিস পাওয়া নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই সোহানের। সোহান জানান, গতকাল আমাদের ঐচ্ছিক অনুশীলনে সাকিব ভাই ছিলেন না। তিনি হয়তো জিম বা কিছু করছেন, এ কারণে এখানে আসতে পারেননি। যার কারণে আমার এখানে আসা। এটা ম্যানেজম্যান্টের সিদ্ধান্ত। সকালে আসার আগে যখন উনাকে দেখেছিলাম তখন উনি জিমে ছিল। তারপর কি হয়েছে জানি না।

এবারের আসরে বরিশালের ফাইনালে উঠার পেছনে ব্যাট-বলের সবচেয়ে বেশি কৃতিত্ব সাকিব আল হাসানের। তবে সাকিব ছাড়াও মুনিম শাহরিয়ার, ডোয়াইন ব্রাভো, মুজিবুর রহমানরাও পারেন ফাইনালে ম্যাচের গতিপথ বদলে দিতে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply