‘বাতিলের সুযোগ নেই, নিরাপত্তার জন্যই দরকার ডিজিটাল সিকিউরিটি আইন’

|

ডিজিটাল সিকিউরিটি আইন বাতিলের সুযোগ নেই। তবে অপব্যবহার ঠেকাতে আরও বেশি সজাগ থাকতে হবে বলে জানিয়েছেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ ম রেজাউল করিম। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সাথে সাথে সাইবার অপরাধও বেড়েছে। তাই জনগণের নিরাপত্তার জন্যই আইন দরকার বলে মন্তব্য করেন মন্ত্রী।

সেন্টার ফর গভর্ননেন্স স্টাডিজ আয়োজিত একটি আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, অন্যান্য দেশে এমন আইন থাকলেও বাকশক্তি হরণ করা হয় না। কেবল সাইবার হামলা বা অপরাধ ঠেকাতে ব্যবহৃত হয়।

তবে সাইবার অপরাধী ঠেকানোর নামে মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার দায়িত্ব সরকারের। আইনটিকে আবারও পর্যালোচনা ও সংশোধনের দাবিও জানান তারা। বিচারালয়ের সবক্ষেত্রেও প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দেয়ার প্রস্তাব করেন কেউ কেউ।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply