আলেশা মার্টের কাছে আটকে থাকা টাকা ফেরত দিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়

|

ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের কাছে গ্রাহকের আটকে থাকা টাকা ফেরত দেয়া শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ প্রথম ধাপে ১০ গ্রাহককে ২৮ লাখ ৩৬ হাজার ২৮৬ টাকা ফেরত দেয়া হয়।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ জানান, ৪৮৫ জন গ্রাহকের মধ্যে আজকে ১০ গ্রাহককে টাকা ফেরত দিয়েছে আলেশা মার্ট। বাকিদের টাকাও পর্যায়ক্রমে দেওয়া হবে বলেও জানান তিনি। আলেশা মার্টের কাছে গ্রাহকদের প্রায় ৩০০ কোটি টাকা আটকে আছে। কোম্পানির নিজস্ব ব্যবস্থায় প্রায় ১২ কোটি টাকা পরিশোধ করেছে।

এদিকে গত অক্টোবরে বিভিন্ন ব্যাংকে আলেশা মার্টের ৫৬টি হিসাবের সন্ধান পায় বাংলাদেশ ব্যাংক। এই হিসাবে বিভিন্ন গ্রাহক ২ হাজার এক কোটি ২৮ লাখ টাকা জমা করেছেন। এর মধ্যে আলেশা মার্ট এক হাজার ৯৯৯ কোটি ২০ হাজার টাকা তুলে নিয়েছে।

এদিকে আগামী ৩০ জুনের মধ্যেই আলেশা মার্ট গ্রাহকদের পাওনা টাকা পরিশোধ করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদার। তিনি বলেন, জুনের মধ্যে আমাদের সমস্ত টাকা ক্লিন (পরিশোধ) হয়ে যাবে। রমজান এবং করোনার জন্য দুই-চার-পাঁচ দিন এদিক-ওদিক হতে পারে। কিন্তু আমাদের লক্ষ্য ৩০ জুনের মধ্যে শতভাগ ক্লিন করা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply