অবৈধভাবে ভারতীয় জলসীমায় প্রবেশের অভিযোগে তিনটি ট্রলারসহ ৮৮ জন বাংলাদেশি জেলেকে গ্রেফতার করা হয়েছে।
ভারত-বাংলাদেশের জলসীমায় টহল দেয়ার সময় তাদের অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করে ভারতের উপকূল রক্ষী বাহিনী। স্থানীয় সময়, মঙ্গলবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার সকলে চট্টগ্রামের বাসিন্দা।
জানা গেছে, বুধবার রাতে গ্রেফতার হওয়া জেলেদের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে। অন্যদিকে, আটক ট্রলারগুলোকে পশ্চিমবঙ্গের ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে রাখা হয়েছে। আটকের সময় জেলেদের কাছ থেকে প্রায় ৩৬০ কেজি মাছ উদ্ধার করা হয়েছে।
Leave a reply