ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৫ জনকে জরিমানা

|

ফাইল ছবি

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির সুগন্ধা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে পাঁচটি ড্রেজার ও ভলগেট মালিককে ২ লক্ষ ৫৫৮৬০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে ঝালকাঠি জেলা প্রশাসনের আরডিসি মো. বশির গাজী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন।

আরডিসি মো. বশির গাজী বলেন, সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতো একটি অসাধু চক্র। এতে নদীর পাড় ভেঙ্গে যায়। অবৈধ ভাবে বালু উত্তোলন দায়ে ড্রেজার ও ভলগেট মালিক আব্দুল কাইউম, মো. কামাল, মো. এরশাদ, মো. আউয়াল ও মো. ইব্রামিকে মোট দুই লাখ ৫৫ হাজার ৮৬০ টাকা জরিমানা করা হয়।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply