বিশ্বজুড়ে ৪২ কোটি ছাড়ালো করোনা সংক্রমণ শনাক্তের সংখ্যা। বৃহস্পতিবারও ২০ লাখ ১৭ হাজারের বেশি মানুষের শরীরে মিললো করোনাভাইরাস।
এদিন জার্মানিতে সর্বোচ্চ ২ লাখ ২৭ হাজার মানুষ নতুনভাবে করোনা পজেটিভ হয়েছেন। দেশটিতে মৃত্যুবরণ করেছেন ২৪৪ জন। এদিকে, টানা দ্বিতীয় দিনের মতো দু’হাজারের ওপর প্রাণহানি দেখলো যুক্তরাষ্ট্র। এক লাখের বেশি মানুষের শরীরে মিললো করোনাভাইরাস।
প্রাণহানির দিক থেকে পরের অবস্থানেই রয়েছে ব্রাজিল। লাতিন দেশটিতে মারা গেছেন ১১শ’ বেশি মানুষ। করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ১ লাখ ৩০ হাজার।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনার প্রকোপে সারাবিশ্বে মৃত্যুবরণ করেছেন ১১ হাজারের বেশি মানুষ। মোট প্রাণহানি ছাড়ালো ৫৮ লাখ ৮১ হাজার।
আরও পড়ুন: ব্রাজিলে ভয়াবহ ভূমিধসে প্রাণহানি বেড়ে ১১৭
ইউএইচ/
Leave a reply