যুক্তরাজ্যের গবেষকরা জানিয়েছেন, তাদের গবেষণায় করোনার হাইব্রিড ভ্যারিয়েন্ট ডেল্টাক্রন শনাক্ত হয়েছে। ডেল্টা ও ওমিক্রন দুটি ভ্যারিয়েন্টের মিশ্রণে তৈরি হয়েছে নতুন ভ্যারিয়েন্ট ডেল্টাক্রন। নতুন এ করোনা-ভ্যারিয়েন্টের উদ্ভাবন নতুন করে চিন্তায় ফেলেছে বিশেষজ্ঞদের। খবর ব্লুমবার্গের।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে ব্লুমবার্গ জানিয়েছে, করোনাভাইরাসের ডেল্টা ও ওমিক্রন দুই স্ট্রেইনের বৈশিষ্ট্যই বিদ্যমান নতুন এ ভ্যারিয়েন্টে।
যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা (এইচএসএ) জানিয়েছে, ব্রিটেনের একটি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা করতে গিয়ে ধরা পড়েছে নতুন ভ্যারিয়েন্ট ডেল্টাক্রন। এটি করোনাভাইরাসের একটি হাইব্রিড মিউট্যান্ট বলে জানিয়েছেন দেশটির গবেষকরা। তবে পর্যাপ্ত তথ্য না থাকায় ভ্যারিয়েন্টটি নিয়ে আরও গবেষণা হওয়া উচিত বলে মনে করেন সংস্থাটির গবেষকরা।
তবে, ডেল্টাক্রনের আবির্ভাব নিয়ে মুখ খুললেও নতুন এ ভ্যারিয়েন্ট ঠিক কতোটা বিপজ্জনক, তা নিয়ে এখনও কিছুই জানায়নি এইচএসএ। ডেল্টা ও ওমিক্রনের মিশ্রণে তৈরি নতুন এ ভেরিয়েন্ট তাই কপালে ভাঁজ ফেলেছে বিজ্ঞানীদের।
/এসএইচ
Leave a reply