মার্চে খুলছে প্রাথমিক বিদ্যালয়

|

ফাইল ছবি

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে আগামী ১ মার্চ থেকে ক্লাস শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শীঘ্রই এ সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে, বুধবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, প্রাথমিক বিদ্যালয় ছাড়া দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ২২ ফেব্রুয়ারি থেকে খুলে দেয়া হবে। এবং যেসব শিক্ষার্থী টিকার দু’টি ডোজ নিয়েছে, শুধু তারাই সশরীরে ক্লাসে অংশ নিতে পারবে। 

বিশ্ববিদ্যলয়ের ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন, পুনরায় ক্লাস শুরুর বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলো নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে।

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ এর ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দেশে কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি হলে ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান আবার খুলে দেয়া হয়। কিন্তু ওমিক্রনের প্রভাবে আবারও করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ২০২২ এর ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্কুল-কলেজ পুনরায় বন্ধ ঘোষণা করা হয়, যা পরবর্তীতে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।


/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply