আজ পহেলা বৈশাখ। রাজধানী ঢাকাসহ সারাদেশের মানুষ বরণ করে নিচ্ছে বাংলা ১৪২৫ সালকে। পুরানো সব জঞ্জালকে ধুয়ে মুছে ফেলে নতুন বছরে ভালো কিছু করার প্রত্যয়ে বরন করা হচ্ছে বাংলা নতুন বছরকে। বর্ষবরণ উপলক্ষে জেলায় জেলায় নানা কর্মসূচি পালন করা হচ্ছে।
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় আয়োজিত এসব অনুষ্ঠানের মধ্য রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, আনন্দ মিছিল, ছবি আঁকা, বৈশাখী মেলা ইত্যাদি।
চট্টগ্রাম: চট্টগ্রামে ডিসি হিলে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের আয়োজনে সকাল ৬টায় শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। সেই থেকে একের পর এক চলছে বর্ষবরণের গান, কবিতা আবৃত্তি, নাচসহ নানা কর্মসূচিতে দর্শকদের মাতিয়ে রেখেছেন বিভিন্ন সংগঠনের শিল্পীরা। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
বরিশাল: বরিশালে বিএম স্কুলে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে উদিচী। গান পরিবেশন করছেন স্থানীয় শিল্পীরা। এছাড়া সিটি কলেজেও বর্ষবরণের অনুষ্ঠান চলছে।
রাজশাহী: রাজশাহী নগরীর আলুপট্টি, তালাইমারী, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে বর্ষবরণ অনুষ্ঠান চলছে।
এছাড়া সারা দেশে নানা আয়োজনে চলছে বর্ষবরণ অনুষ্ঠান।
যমুনা অনলাইন : আরএম
Leave a reply