কিউইদের রানপাহাড়ে চাপা পড়লো প্রোটিয়ারা

|

ছবি: সংগৃহীত

ক্যারিয়ার সেরা বোলিংয়ের পর ব্যাটিংয়ে ৫৮ রানের অপরাজিত ইনিংস। আর তাতেই প্রথম ইনিংসে ৩৮৭ রানের বড় লিড পেয়েছে নিউজিল্যান্ড। ৪৮২ রানে থেমেছে ব্ল্যাক কেপদের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা।

৩ উইকেটে ১১৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে নিউজিল্যান্ড। ৮০ রানের জুটি ভাঙ্গে নেইল ওয়েগনার ৪৯ রানে ফিরলে। আরেকপাশে থাকা হ্যানরি নিকোলস তুলে নেন ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি। আর সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ৯৬ রানে ফেরেন টম ব্লান্ডেল। ৪৫ রান করেন কলিন ডে গ্র্যান্ডহোম। ম্যাট হ্যানরির অপরাজিত ৫৮ রানে ৪৮২ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। দলীয় ৪ রানের মধ্যে ফেরেন তিন টপ অর্ডার সেরেল এরউই, ডিন এলগার ও এইডেন মার্করাম। ৩৫৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করে প্রোটিয়ারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply