সুপরিকল্পিতভাবে জ্বালিয়ে দেয়া হচ্ছে রোহিঙ্গা বসতি: এমনেস্টি

|

রাখাইনে রোহিঙ্গাদের গ্রামগুলো সুপরিকল্পিতভাবে জ্বালিয়ে দিচ্ছে, মিয়ানমারের সেনাবাহিনী। এমনকি, তাদের দেশছাড়া করার জন্যও দেয়া হচ্ছে চাপ। বৃহস্পতিবার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে প্রকাশ করা হয় এসব তথ্য।

বলা হয়, ২৫ আগস্ট সহিংসতা শুরুর পর থেকে ৮০টি এলাকায় বড় ধরনের অগ্নিসংযোগের প্রমাণ পেয়েছে তারা। আগুন শনাক্তকরণ প্রযুক্তি, স্যাটেলাইটের মাধ্যমে নেয়া ছবি-ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষাতকারের ভিত্তিতে তৈরি হয়েছে, এ প্রতিবেদন। অ্যামনেস্টির দাবি, চার বছর আগের রাখাইন এলাকার সাথে বর্তমান স্যাটেলাইট ছবির রয়েছে বিস্তর অমিল। সংস্থাটি বলছে, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি এবং স্থানীয় বৌদ্ধদের বিরুদ্ধেও অগ্নিসংযোগের তথ্য তারা পেয়েছে; কিন্তু, নেই যথাযথ প্রমাণ। এদিকে, লন্ডন সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, মিয়ানমারের গণতন্ত্র কঠিন পরিস্থিতির মুখোমুখি। অবিলম্বে, রোহিঙ্গাদের ওপর হওয়া নিপীড়ন বন্ধ হওয়া উচিৎ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply