বিশ্বজুড়ে করোনায় আরও ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু

|

ছবি: সংগৃহীত

করোনা মহামারির প্রকোপে বিশ্বজুড়ে আরও ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ৫৮ লাখ ৯১ হাজার ছাড়ালো।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্বব্যাপী ১৯ লাখের বেশি মানুষের শরীরে মিলেছে ভাইরাসটির উপস্থিতি। এ নিয়ে বিশ্বজুড়ে ৪২ কোটি ১৯ লাখ ছাড়ালো করোনা শনাক্তের সংখ্যা।

এদিকে, করোনায় একদিনে সর্বোচ্চ প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে, প্রায় ২ হাজার। এরপরই আছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে মৃত্যু হয়েছে ১ হাজারের বেশি মানুষের।

অন্যদিকে রাশিয়ায় প্রাণ গেছে অন্তত ৭০০ জনের। এছাড়া, জার্মানি, তুরস্ক ও স্পেনে মৃত্যুর সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। তবে করোনায় আক্রান্ত হয়ে ভারতে প্রাণ গেছে ৩২৫ জনের।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply