পারমাণবিক মহড়ার আয়োজন করছে রাশিয়া

|

চলমান পরিস্থিতিতেই পারমাণবিক মহড়ার আয়োজন করতে যাচ্ছে রাশিয়া

ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যেই বড় ধরনের পারমাণবিক মহড়ার আয়োজন করতে যাচ্ছে রাশিয়া। খবর আলজাজিরার।

এ মহড়ায় একাধিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার অনুশীলন করা হবে বলে জানা গেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে এ সামরিক মহড়া তদারকি করবেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। একটি ভূগর্ভস্থ কমান্ড সেন্টার থেকে এই মহড়া তত্বাবধায়ন করবেন পুতিন।

আল জাজিরা আরও জানিয়েছে, রাশিয়ান সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক ফোর্স এ মহড়া পরিচালনা ও তত্ত্বাবধান করবে। সেনা, বিমান এবং কৃষ্ণসাগরে মোতায়েন করা নৌবহরের সমন্বয়ে মহড়া অনুষ্ঠিত হবে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply