চট্টগ্রামে গরুর মেলা

|

চট্টগ্রামে প্রথমবারের মত অনুষ্ঠিত হলো ক্যাটেল এক্সপো। চট্টগ্রাম অঞ্চলের ৩২টি অ্যাগ্রো ফার্মের ৬৪টি গরু পদর্শিত হয়েছে মেলায়। আগত দর্শকদের নজর কাড়ে সাড়ে ৩ ফুট উচ্চতার ভুট্টি জাতের গরু, ছিল হাজার কেজি ওজনের থাইল্যান্ড থেকে আসা ব্রাহমা জাতের গরুও। দর্শকদের মনোরঞ্জনে ছিলো কনসার্ট ও র‍্যাফেল ড্র।

কাজির দেউড়ি আউটার স্টেডিয়ামে প্রথমবারের মতো এ ধরনের আয়োজন করা হয়। প্রতিটি ফার্মের সেরা দুটি গরু স্থান পায় স্টলে। শাহি ওয়াল, দেশাল, অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান, গিরসহ দেশি-বিদেশি নানা জাতের গরু দেখার সুযোগ পায় দর্শনার্থীরা। প্রথমবারের মত এমন উদ্যোগ নিতে পারায় খুশি আয়োজকরা।

খর্বাকৃতির ভুট্টি ছাড়াও থাইল্যান্ডের ব্রাহমা জাতের বিশাল গরুগুলো দিনভর দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে ছিল। গরুগুলোর সাথে ছবিও তোলেন সাধারণ মানুষ।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply