Site icon Jamuna Television

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যাবেন কিনা অনিশ্চিত, তবু তাদের জন্য প্রস্তুত শহিদ মিনার এলাকা

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে আসবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে তাদের জন্য সার্বিক নিরাপত্তা প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এছাড়া ২১ ফেব্রুয়ারিতে শ্রদ্ধা জানাতে আসা জনসাধারণকে নিরাপত্তা তল্লাশির মাধ্যমে শহিদ মিনার এলাকায় প্রবেশ করানো হবে বলেও জানিয়েছে তারা।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে শহিদ মিনার এলাকার সবশেষ নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এসব কথা জানান ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। করোনা পরিস্থিতিতে সবাইকে বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি মানারও আহ্বান জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ভিভিআইপিদের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত হবে শ্রদ্ধা জানানোর প্রক্রিয়া।

আজ রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের হোটেল এবং মেসগুলোতে নিরাপত্তা তল্লাশি শুরু হবে বলেও জানানো হয় পুলিশের পক্ষ থেকে। নিরাপত্ত নিশ্চিতে ডগ স্কোয়াড, সোয়াট এবং বোম্ব ডিস্পোজাল ইউনিটও প্রস্তুত থাকবে।

/এডব্লিউ

Exit mobile version