সু চি জেলে, রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানিতে অংশ নেবে সামরিক সরকার

|

রোহিঙ্গা গণহত্যা মামলা ইস্যুতে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আইসিজের শুনানিতে অংশ নেবে মিয়ানমারের সামরিক জান্তা। আগামী সপ্তাহে জাতিসংঘের শীর্ষ আদালতে অনুষ্ঠিত হবে মামলার এই শুনানি। আলজাজিরার খবর জানিয়েছে এমন তথ্য।

ইসলামি সহযোগিতা সংস্থা, ওআইসির পক্ষে ২০১৯ সালে এই মামলা করে গাম্বিয়া। ২০১৯ সালে আইসিজেতে ওই মামলায় প্রথম শুনানিতে মিয়ানমারের প্রতিনিধিত্ব করেন দেশটির তৎকালীন স্টেট কাউন্সিলর অং সান সু চি। সে সময় সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি।

গেল বছর সু চিকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের সামরিক জান্তা। তাই আসন্ন শুনানিতে অংশ নেবেন দেশটির সামরিক কর্মকর্তারা। জাতিসংঘে মিয়ানমারের সামরিক জান্তার কোনো অবস্থান নেই। দেশটির ক্ষমতাচ্যুত রাজনৈতিক নেতাদের অভিযোগ, এর মধ্য দিয়ে আইনি ভিত্তি ছাড়াই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে যেতে পারে জান্তা সরকার।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply