এক ম্যাচ হাতে রেখেই উইন্ডিজের বিরুদ্ধে সিরিজ ভারতের

|

ছবি: সংগৃহীত

ওয়ানডে সিরিজের পর এবার টি-টোয়েন্টিতেও ভারতের কাছে হোয়াইটওয়াশ হবার পথে ওয়েস্ট ইন্ডিজ। ২য় ম্যাচে ক্যারিবিয়দের ৮ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলো ভারত।

কলকাতার ইডেন গার্ডেনে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ইশান কিষানের উইকেট হারায় ভারত। এরপর অধিনায়ক রোহিত শর্মা ১৯ রান করে ফিরলেও ওপর প্রান্তে লড়াই চালিয়ে যান কোহলি। তার ৪১ বলে ৫২ রানের পর জ্বলে ওঠেন রিশাভ পান্ত। ২৮ বলে পন্তের অপরাজিত ৫২ রানের সাথে ভেঙ্কটেশ আইয়ারের ১৮ বলে ৩৩ রানের ক্যামিওতে ৫ উইকেটে ১৮৬ রান সংগ্রহ করে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ভারতীয় বোলারদের ওপর চড়াও হতে পারেনি উইন্ডিজের টপ অর্ডার। ব্রেন্ডন কিং ও কাইল মেয়ার্স পারেননি রানের গতি দ্রুত করতে। তবে নিকোলাস পুরানের ৬২ রানে ম্যাচে ফিরে আসে ক্যারিবিয়রা। এর সাথে রভম্যান পাওয়েলের ৩৬ বলে ঝড়ো ৬৮ রানে জয়ের অনেকটাই কাছে চলে গিয়েছিল সফররতরা। শেষ পর্যন্ত মাত্র ৩ উইকেট হারালেও ১৭৮ রানের বেশি করতে পারেনি উইন্ডিজ। ম্যাচ সেরা হয়েছেন রিশাভ পান্ত।

আরও পড়ুন: ‘টুর্নামেন্ট সেরার পুরস্কারের চেয়ে বিপিএলের ট্রফি জেতাটাই বেশি গুরুত্বপূর্ণ’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply