সরকার গর্ব করলেও ব্যাংকিং খাত পরিস্থিতি নিয়ে আমরা লজ্জিত: কিরণ

|

অর্থনৈতিক উন্নয়ন নিয়ে সরকার গর্ববোধ করলেও ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতিতে আমরা লজ্জিত হই। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় সভাপতির বক্তব্যে সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

এছাড়াও প্রধান অতিথির বক্তব্যে অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আর্থিক খাতে অনিয়ম বন্ধ করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বা উন্নয়ন অলৌকিক স্বপ্নই থেকে যাবে।

এসময় ব্যাংক কমিশন গঠন, আর্থিক জালিয়াতির বিচারে বিশেষ ট্রাইবুনাল গঠন, রাজনৈতিক বিবেচনায় ব্যাংকের পরিচালক নিয়োগ বন্ধকরা সহ দশ দফা দাবি উত্থাপন করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ।

‘আর্থিক খাতের শৃঙ্খলা রক্ষায় সরকারের সদিচ্ছার ঘাটতি নেই’ শীর্ষক ছায়া সংসদে সরকারি দল হিসেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বিরোধী দল হিসেবে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বিতার্কিকরা অংশ নেয়। দুইটি দলকেই যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply