সোমালিয়ায় হোটেলে জঙ্গি হামলায় নিহত কমপক্ষে ১৩

|

সোমালিয়ার হোটেলে জঙ্গিগোষ্ঠীর হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। শনিবারের (১৯ ফেব্রুয়ারি) সহিংসতায় আরও ১৮ জন গুরুতর আহত।

আলজাজিরার খবর বলছে, হামলার দায় স্বীকার করে নিয়েছে অঞ্চলটিতে সক্রিয় ‘আল-শাবাব’ গোষ্ঠী। স্থানীয় নির্বাচন চলাকালে বেলেডওয়েনে এলাকায় ঘটানো হয় আত্মঘাতী বোমা বিস্ফোরণ। সেসময় হোটেলটি পূর্ণ ছিল স্থানীয় রাজনীতিক এবং তাদের দলীয় কর্মী-সমর্থকে।

বিস্ফোরণে নিহতদের মধ্যে একজন ছিলেন নির্বাচনের প্রার্থী, দুজন ডিস্ট্রিক্ট কমিশনার। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। এখনও প্রাণহানি বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, গত বছর নভেম্বরের ১ তারিখে শুরু হওয়া পার্লামেন্টারি নির্বাচন ডিসেম্বরেই শেষ হওয়ার কথা। কিন্তু অভ্যন্তরীণ জটিলতায় সেই তারিখ পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply