নিয়ন্ত্রণে আসেনি গ্রিক উপকূলে ফেরির আগুন

|

গ্রিস সমুদ্র উপকূলে অগ্নিকাণ্ডের শিকার ফেরির আগুন নিয়ন্ত্রণে আসেনি। সিএনএনের খবর জানাচ্ছে, নিখোঁজ ১২ আরোহীর সন্ধানে এখনও চলছে তল্লাশি অভিযান।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, সময়ের সাথে তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা কমছে। পণ্যবাহী ‘ইউরোফেরি অলিম্পিয়া’র গন্তব্যস্থল ছিল ইতালি। তাতে বহন করা হচ্ছিল দেড় শতাধিক ট্রাক এবং ৩২টি গাড়ি। আরোহীদের বেশিরভাগই চালক।

গত শুক্রবার কোরফু দ্বীপের কাছে এসে দুর্ঘটনায় পড়ে নৌযানটি। গ্রিক নৌবাহিনী এবং ফায়ার ব্রিগেডের সহায়তায় উদ্ধার করা হয় ২৮০ জনকে। ফেরির ক্যাপ্টেন এবং দুই প্রকৌশলীকে গ্রেফতার করা হলেও জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়েছে। গ্রিস কর্তৃপক্ষ বলছে আগুন লাগার কারণ সম্পর্কে এখনেও কিছু জানা যায়নি। বিস্তারিত জানতে চলছে তদন্ত।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply