Site icon Jamuna Television

নিখোঁজের ৫ দিন পর এক গৃহবধূর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার

নিখোঁজের ৫ দিন পর রংপুরে রাহেলা বেগম নামের এক গৃহবধূর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে বুড়িরহাট আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের একটি পরিত্যক্ত ভবন থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, ভবনের ভেতর থেকে গন্ধ বের হওয়ায় পুলিশে খবর দেন তারা। ঘটনাস্থলে গিয়ে ভবনের দরজা ভেঙে রাহেলা বেগম নামের ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সিআইডি সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠায়।

নিহতের পরিবার জানায়, বুধবার ব্যাংকের ডিপিএস এর টাকা তুলতে বাড়ি থেকে বের হন রাহেলা বেগম। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুজির পরও হদিস না পাওয়ায় থানায় জিডি করে স্বজনরা।

এসজেড/

Exit mobile version